Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Nesharabad police is on law and order duty during the Water Day rally.
Details

আমি নি¤œ সাক্ষরকারী এসআই (নিঃ) মনমথ হালদার নেছারাবাদ থানা, পিরোজপুর। আমি বর্তমানে নেছারাবাদ থানার নারী ও শিশু হেল্প ডেস্ক বিষয়ক কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছি। সূত্রে বর্ণিত মামলার কিশোর অপরাধী মোঃ মহিবুল্লাহ @ রাব্বি (১৬) পিতা-মোঃ আলাউদ্দিন সাং-আকলম,০৫নংওয়ার্ড, থানা-নেছারাবাদ জেলা-পিরোজপুরকে অদ্য ইং ১১-০৬-২০২১তারিখ বিজ্ঞ শিশু বিষয়ক আদালতের সকল কার্যক্রম বন্ধ থাকার কারনে উক্ত কিশোর অপরাধীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা সম্ভব না হওয়ায় উপজেলা প্রবেশন অফিসার মোঃ জানে আলম এর সম্মুখে শিশু আইনের ৫২ ধারা মোতাবেক কিশোর অপরাধীর পিতা মোঃ আলাউদ্দিন এর জিম্মায় প্রদান করিলাম। তবে শর্ত থাকে যে, উক্ত কিশোর অপরাধীকে ইং ১৩-০৬-২০২১ তারিখ প্রবেশন অফিসার এর মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণের নিমিত্তে আমার নিকট হাজির করিবেন।

Images
Attachments
Publish Date
22/03/2022